রুশ নিষেধাজ্ঞায় বাইডেনের স্ত্রী, মেয়ে

ফানাম নিউজ
  ২৮ জুন ২০২২, ১৬:৩৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী এবং মেয়েসহ ২৫ মার্কিন নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাজনীতিক এবং প্রখ্যাত ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্র ক্রমাগত নিষেধাজ্ঞা সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মস্কো বলেছে, ২৫ মার্কিন নাগরিককে তাদের ‘স্টপ লিস্টে’ যুক্ত করা হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তালিকা প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন এবং তাদের মেয়ে রয়েছে। এছাড়াও তালিকায় বেশ কয়েক জন মার্কিন সিনেটর রয়েছেন। তাদের মধ্যে আছেন মায়ানের সিনেটর সুসান কলিন্স, কেন্টাকির সিনেটর মিচ ম্যাককনেল, আইওয়া সিনেটর চার্লস গ্রেসলি, নিউ ইয়র্কের ক্রিস্টেন গিলিব্রান্ড।

এছাড়াও রাশিয়ার তালিকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েক জন বিশ্ববিদ্যালয় অধ্যাপক, গবেষক এবং মার্কিন সরকারের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা।

সূত্র: এএফপি