রাশিয়াকে শাস্তি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জেলেনস্কির

ফানাম নিউজ
  ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৯

ইউক্রেনে আক্রমণের জন্য মস্কোকে শাস্তি দিতে জাতিসংঘকে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

তিনি রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সামরিক রিজার্ভ থেকে ৩ লাখ সেনা একত্রিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে এবং আমরা এর শাস্তি দাবি করছি।’

তিনি বলেন, আমাদের ভূখণ্ড চুরি করার চেষ্টা করার জন্য শাস্তি দাবি করছি। হাজার হাজার মানুষ হত্যা, নারী ও পুরুষের নির্যাতন, অবমাননার জন্য রাশিয়ার শাস্তি দাবি করছি।