ফিটব্যাক রিসেট-এর তৃতীয় বর্ষ উদযাপন

ফানাম নিউজ
  ২৩ অক্টোবর ২০২৫, ১৮:১২

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়েট লস সেন্টার ফিটব্যাক রিসেট-এর তৃতীয় বর্ষ উদযাপন। বুধবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রোমোটর ও ইনফ্লুয়েন্সাররা।

এ সময় নুসরাত ফারিয়া ও সাফা কবির ফিটব্যাক সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। শুরু থেকেই ফিটব্যাক গুণগত সেবা দিয়ে আসছে বলে মন্তব্য করেন তারা। ফিটব্যাক সুন্দর জীবন গড়তে সহায়তা করছে বলেও উল্লেখ করেন এ দুই অভিনেত্রী।

এছাড়াও ফিটব্যাক থেকে সেবা গ্রহণকারী বেশ কয়েকজন নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে প্রাপ্ত সুফল সম্পর্কেও বর্ণনা করেন তারা।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাব বলেন, “গত তিন বছর ধরে সুনামের সঙ্গে ফিটব্যাক রিসেট সেবা প্রদান করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের প্রতি মানুষ যে আস্থা ও সন্তুষ্টি প্রকাশ করেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এভাবেই মানুষের আস্থা নিয়েই আমরা সামনের পথে এগিয়ে যেতে চাই।”

এ সময় ফিটব্যাকের বেশ কিছু হ্যাপি গ্রাহক ও ইনফ্লুয়েন্সারের হাতে পুরস্কার তুলে দেন দুই অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং সাফা কবির।

উল্লেখ্য, ফিটব্যাক রিসেট ওজন কমানো, ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সমাধান প্রদান করে থাকে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়