ইসরায়েলের পাশে আছি, নেতানিয়াহুকে বাইডেন

ফানাম নিউজ
  ০৮ অক্টোবর ২০২৩, ০৫:০৪

গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তত ওয়াশিংটন।

আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পাল্টা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা।

হঠাৎ এমন পরিস্থিতি নিয়ে জো বাইডেনকে অবগত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরে বাইডেন জানিয়েছেন, নিজেদের নাগরিকদের সুরক্ষায় আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের।

এদিকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি নিরসনে করণীয় নিয়ে রবিবার (৮ অক্টোবর) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির মহাসচিব গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেছেন, ‘ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার নিন্দা জানিয়েছেন গুতেরেছ। সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন তিনি।’

পাল্টাপাল্টি হামলা হতাহতের গভীর শোক জানিছেন জাতিসংঘ মহাসচিব।