ভারতে হাসপাতালে আগুন, ১০ করোনা রোগীর মৃত্যু

ফানাম নিউজ
  ০৬ নভেম্বর ২০২১, ১৭:৩৩

ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রাজধানী মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগর সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ্য থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ড।

প্রবল ধোঁয়ার শ্বাসরোধ হয়েই আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সূত্র: আনন্দবাজার