প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অনুগতদের বসালো তালেবান

ফানাম নিউজ
  ০৮ নভেম্বর ২০২১, ১২:১৩

আফগানিস্তানের প্রাদেশিক গভর্নর ও পুলিশ প্রধানসহ ৪৪ জনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলো তালেবান সরকার। দেশের ক্রমবর্ধমান সংকট মোকাবিলা ও ভঙ্গুর অর্থনীতিকে তুলতেই শূন্য পদে বড় নিয়োগ প্রদান করলো।

রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশজুড়ে অনুগত সদস্যদেরকেই নিয়োগ দিয়েছে তালেবান।

নিয়োগ দেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকাও প্রকাশ করেছে। এর মধ্যে রাজধানী কাবুলের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্বারি বারইয়ালকে। এখানকার পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ালি জান হামজা। এর আগে কাবুলের নিরাপত্তা কমান্ডারের দায়িত্বে ছিলেন মাওলাবী হামদুল্লাহ মুখলিস। তিনি আফগানিস্তানের সামরিক হাসপাতালে এক হামলায় নিহত হন।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর থেকেই দেশটির সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। তালেবান সরকারের স্বীকৃতি পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। যদিও এখন পর্যন্ত কোনও দেশই তালেবান সরকারকে স্বীকৃতি প্রদান করেনি।

এদিকে অধিকাংশ দেশ থেকে সহায়তা আসা বন্ধ থাকায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে আফগানিস্তানে।