কাশ্মিরে কয়েক হাজার সেনা মোতায়েন করছে ভারত

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২১, ১৭:৫৫

ভারত অধিকৃত কাশ্মিরে নতুন করে আড়াই হাজার আধাসামারিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। যা ইতোমধ্যে বিশ্বের অন্যতম সামরিক এলাকাগুলোর মধ্যে একটি।

বৃহস্পতিবার ভারতের আধাসামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র অভিরাম পঙ্কজ জানিয়েছেন, ‘কাশ্মির উপত্যকাজুড়ে ইতোমধ্যে আড়াই হাজার সদস্য মোতায়েন করেছে সরকার। আরও অনেকে সংঘাতকবলিত এলাকার পথে রয়েছে’। সব মিলিয়ে চলতি সপ্তাহে ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানায় ভারতীয় পুলিশ।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, কাশ্মিরে উপত্যাকায় কয়েক দশকে কমপক্ষে ৫ লাখ নিরাপত্তা সদস্য নিয়োজিত করেছে নয়াদিল্লি।

কাশ্মিরে সহিংস ঘটনা বেড়ে যাওয়া নতুন করে আধাসামরিক সদস্য বাড়ানো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি উপত্যাকার শ্রীনগরসহ বেশি কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত হন।

আধাসামরিক বাহিনীর সদসদ্যরা কাশ্মিরের গুরুত্বপূর্ণ সড়কে সশস্ত্র অবস্থায় রয়েছে। শিশুসহ স্থানীয় বাসিন্দাদের তল্লাশি চালাতে দেখা গেছে তাদের। এর আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের সময় বিপুল সেনা মোতায়েন করা হয়।