৮০ শতাংশের বেশি টিকাকরণ হলেও ধুঁকছে ইউরোপ

ফানাম নিউজ
  ১৩ নভেম্বর ২০২১, ১১:৩০

পুরো ইউরোপকে এই শীতে করোনায় ভুগতে হবে বলে আগেই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঁচ লক্ষ মৃত্যু হতে পারে এই মহাদেশে। ৮০ শতাংশ টিকা নেওয়া সত্ত্বেও ডব্লিউএইচও'র পূর্বাভাস ক্রমশ মিলে যাচ্ছে।

রাশিয়ায় গত এক মাসে করোনায় ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জার্মানির পরিস্থিতিও ভয়াবহ। এছাড়া নেদারল্যান্ডস, নরওয়ে, অস্ট্রিয়া, রোমানিয়ায় নতুন করে করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।

ডব্লিউএইচও জানায়, ইউরোপে করোনায় মৃত্যু গত সপ্তাহে ১০ শতাংশ বেড়ে গেছে।গত সপ্তাহে বিশ্বের মোট সংক্রমণের অর্ধেকের বেশি ঘটেছে ইউরোপে। সংক্রমণ সবচেয়ে বেশি ঘটছে নেদারল্যান্ডসে। অথচ এ দেশে ৮৫ শতাংশ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নেদারল্যান্ডসে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৬৪ জনের, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এ অবস্থায় নেদারল্যান্ডস সরকার তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষণা করতে চলেছে।

এদিকে, অস্ট্রিয়ায় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। অস্ট্রিয়া সরকার জানিয়েছে, যাদের টিকা নেওয়া হয়নি, তাদের গতিবিধিতে নিষেধাজ্ঞা চাপানো হবে।

অন্যদিকে, নরওয়ে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ় দেওয়া শুরু করছে। যারা টিকা নেননি এখনও, তাদের সপ্তাহে দু’বার করোনা-পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে সরকার। নরওয়েতে ৮৭ শতাংশ টিকাকরণ হয়েছে।

সূত্র: আনন্দবাজার