মার্কিন সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড দিল মিয়ানমার

ফানাম নিউজ
  ১৩ নভেম্বর ২০২১, ১৪:৪৬

মিয়ানমারের একটি আদালত মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে।

শুক্রবার তার আইনজীবী জানান, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি এবং ভিসাবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার। ফেনস্টারের আইনজীবী থান জাও অং বলেন, বর্তমানে এই মামলার বিরুদ্ধে আপিল করার কোনো পরিকল্পনা নেই তার।

ফেনস্টারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অতিরিক্ত অভিযোগও রয়েছে, যার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নতুন অভিযোগগুলো কেন আনা হয়েছে বা ফেনস্টার কী করেছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করছে, তার আইনজীবী সেবিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ইয়াঙ্গুনভিত্তিক ফ্রন্টিয়ার মিয়ানমার শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ফ্রন্টিয়ারের সবাই এই সিদ্ধান্তে হতাশ। গত মে মাসে ফেনস্টার যখন মালয়েশিয়া হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠছিলেন তখন ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত এপ্রিল মাসে যে পাঁচটি সংবাদ সংস্থার লাইসেন্স বাতিল করেছিল জান্তা, মিয়ানমার নাউ তাদের মধ্যে একটি। ফেনস্টার ২০১৯-২০২০ সাল পর্যন্ত ওই সংবাদ সংস্থায় কাজ করতেন। কিন্তু সামরিক অভ্যুত্থানের কয়েক মাস আগেই তিনি চাকরি ছেড়ে দেন বলে মিয়ানমার নাউ নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ফেনস্টারকে অবিলম্বে মুক্তি দেয়া উচিত।