ইরাকের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা

ফানাম নিউজ
  ২৬ জানুয়ারি ২০২২, ১৮:০৪

ইরাকের পার্লামেন্টের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এতে দুই শিশু আহত হয় বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতের তিনটি কাতিউশা রকেট রাজধানী বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের গুরমা জেলায় স্পিকার মোহাম্মদ আল-হালবুসির বাড়ি থেকে প্রায় ‘৫০০ মিটার’ (১৬৪০ ফুট) দূরে বিস্ফোরিত হয়। 

ইরাকের সর্বোচ্চ আদালত স্পিকার হিসেবে তার পুনঃনির্বাচন নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল। 

ওই হামলার মূল লক্ষ্য ছিল হালবুসি। তবে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কী না তা নিশ্চিত করে জানা যায়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র এএফপিকে জানায়। 
আহত দুই শিশুকে গুরমা হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইরাকি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। 

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। 

৪১ বছর বসয়ী সুন্নি রাজনীতিক হালবুসি ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করে আসছেন।