হ্যাকারদের কবলে পড়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

ফানাম নিউজ
  ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৮

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং হ্যাকিংয়ের শিকার হয়েছিল। সম্প্রতি মাত্র ১০ সেকেন্ডের জন্য টিভির নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন (পিএমও) নামে একটি দল। যারা ইরানের বর্তমান ক্ষমতাশীল দলের বিরুদ্ধে কাজ করে। 

১০ সেকেন্ডের জন্য হ্যাক করে সেখানে পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের প্রধান দুই নেতা মাসুদ রাজাভি ও মরিয়মের ছবি দেখানো হয়।

ছবিটি দেখানোর পাশাপাশি একজন পুরুষকে বলতে শোনা যায়, মাসুদ রাজাভিকে শুভেচ্ছা। আয়তুল্লাহ আলী খামিনির মৃত্যু হোক।

এই ঘটনায় হকচকিয়ে যান গণমাধ্যমটির কর্মকর্তারা। পরবর্তীতে একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়,১০ সেকেন্ডের জন্য আমাদের চ্যানেলে ভন্ডদের শব্দ ও ছবি ভেসে ওঠেছিল। 

টিভি চ্যানেলটির প্রধান সহকারী আলী দাদি জানান, ঘটনাটি তদন্ত করা হবে।

সূত্র: আল আরাবিয়া