দিল্লির কারফিউ প্রত্যাহার: খুলল রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল

ফানাম নিউজ
  ২৮ জানুয়ারি ২০২২, ১৮:২১

করোনার সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লির কারফিউ শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্ট, শপিং মল ও সিনেমা হল শর্তসাপেক্ষে খোলার ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, সেখানে রাতের বেলায় কারফিউ বলবৎ থাকবে। স্কুলগুলোও বন্ধ থাকবে বলে জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।

ধারণক্ষমতার অর্ধেক মানুষ নিয়ে চালু করা যাবে রেস্তোরাঁ, বার এবং সিনেমা হলগুলো। বিয়ের অনুষ্ঠানেও অতিথি সংখ্যা ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ।

দিল্লিতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অনিল বাইজল বলেন, শনাক্তের হার কমে আসায় পর্যায়ক্রমে বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত হয়েছিল। তার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির সরকারি ‍হিসাব অনুযায়ী, গত ১৩ জানুয়ারি দিল্লিতে কোভিড শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৮৬৭ জনের শরীরে। বৃহস্পতিবার সেই সংখ্যা কমে ৪ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে। দিল্লি শহরের হাসপাতালগুলোর ৮৫ শতাংশের বেশি শয্যা এখন খালি বলে জানা গেছে।