রেজিস্ট্রেশন ছাড়া ট্যাংকলরি-ভারী মোটরযান চালালে ব্যবস্থা

ফানাম নিউজ
  ২৬ মে ২০২৪, ০২:৫৭

রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ গ্রহণ না করে মালবাহী বড় মোটরযান, ট্যাংকলরি ও নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরকারি/বেসরকারি ভারী মোটরযান চালানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অন্যথায় এসব মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে সরকারের এই পরিবহন নিয়ন্ত্রক সংস্থা।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, উল্লেখযোগ্য সংখ্যক মালবাহী বড় মোটরযান, ট্যাংকলরি ও নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরকারি/বেসরকারি ভারী মোটরযান রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ গ্রহণ না করেই রাস্তায় চলাচল করছে যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ব্যতীত যেকোনো ধরনের মোটরযান সড়ক, মহাসড়ক ও পাবলিক প্লেসে চালনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায়, এ সব মোটরযানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।