বিএনপি নেতা ইশরাকের জামিন

ফানাম নিউজ
  ২২ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

দুই বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

রোববার ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইশরাক। শুনানি শেষে মহানগর হাকিম আরফাতুল রাকিব তার জামিন মঞ্জুর করেন।

ইশরাকের পক্ষে এদিন শুনানিতে অংশ নেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। 

গত বছরের ৬ এপ্রিল এ মামলায় ইশরাককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেদিন কারাগারে পাঠানো হলেও পরে জামিনে মুক্তি পান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক। 

গত ৫ ডিসেম্বর এ মামলায় হাজিরার দিনে আদালতে না গিয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন তিনি। ওই আবেদন নাকচ করে ইশরাকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। এরই ধারাবাহিকতায় আজ আত্মসমর্পণ করে ফের জামিন নিলেন তিনি।