
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেছেন ঢাকা সফরররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।
সোমবার আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে মানবাধিকার এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন কমনওয়েলথ মহাসচিব।
ফেসবুকে এক পোস্টে শার্লি বচওয়ে জানান, বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে একটি ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। যার মধ্যে মানবাধিকার জোরদার এবং একটি সফল নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি এসেছে।
কমনওয়েলথ পরিবারের সনদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এর সকল জনগণের সেবায় বাংলাদেশের সংস্কার এবং জাতীয় ঐক্য প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত বলেও জানান তিনি।
এ ছাড়া, এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন শার্লি বচওয়ে।