মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ইটবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গীবাড়ি- বালীগাঁও সড়কে তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, বালীগাঁও থেকে ইটবোঝাই করে ট্রাকটি টঙ্গীবাড়ির দিকে যাচ্ছিল। পথে টঙ্গীবাড়ি- বালীগাঁও সড়কে তোলকাই এলাকায় ওই ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হন। এসময় আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সূত্র: যুগান্তর
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd