রাঙ্গামাটিতে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

ফানাম নিউজ
  ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:৩৬

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিস্ফোরকজাতীয় বস্তুর বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বাদশা মাঝির টিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)। তাদের মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সদর সার্কেল) রওশান আরা রব বলেন, আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ইসমাইল একজন মাঝি। তিনি বিকেলে একটি বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে কিছু লোহাজাতীয় পদার্থ নিয়ে আসেন। সেখান থেকে এ বিস্ফোরণ হয়। আমরা সেখানে বিস্ফোরকজাতীয় বস্তুর ক্লিপ দেখতে পাই।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও আমাদের টিম তদন্ত করার পরে বিস্তারিত বলতে পারবো। তবে এটি কোনো গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ নয়, এটা নিশ্চিত।

এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বিস্ফোরণে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যে দুজন মারা গেছেন তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় গুরুতর আহত নারীকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি।