ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

ফানাম নিউজ
  ০৬ জুলাই ২০২৫, ০৬:২৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক।

শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোহরাব মিয়া চাতলপাড় ইউনিয়নের মোল্লা গোষ্ঠীর সমর্থক। তিনি ওই ইউনিয়নের চান মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এসব ঘটনায় তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তিও হয়েছে। সবশেষ শনিবার দুপুরে পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর একজন নিহত হন। এসময় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন।

চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয়। একজন নিহত হয়েছেন। লুটপাটের ঘটনা ঘটেছে। বন্ধ রয়েছে পুরো বাজার।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, ‘সোহরাব মিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। স্থানীয় বিরোধের জেরে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানিহা নাসরিন বলেন, সংঘর্ষে একজনের মৃত্যুর খবরের পর লুটপাটের ঘটনা শুনেছি। আমি সেনা বাহিনী মোতায়েনের বিষয়ে কথা বলেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়