মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে কিশোরী নিহত

ফানাম নিউজ
  ১১ জানুয়ারি ২০২৬, ১৩:২৪
আপডেট  : ১১ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

টেকনাফ, রোববার: মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ থেকে সৃষ্ট গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে ১২ বছর বয়সী তানজিনা আক্তার নিহত হয়েছেন। সে ওই এলাকার মোহাম্মদ জসিমের মেয়ে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৯টার দিকে তার বাড়ির সামনের খোলা জায়গায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত মিয়ানমারের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত চলছিল। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল সীমান্তবর্তী এলাকা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, “সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তানজিনা বাড়ির সামনে খেলছিল। এ সময় মিয়ানমার থেকে আসা একটি গুলি এসে লেগে সে ঘটনাস্থলেই মারা যায়।”

নিহতের ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা টেকনাফ সড়কের খেয়াঘাট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছেন। হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা বলেন, “গত দুই-তিন দিন ধরে সীমান্তে থেমে থেমে গোলাগুলি হচ্ছিল। শনিবার রাত থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। তীব্র গোলাগুলির কারণে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।”

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়