
বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান তার সবথেকে কাছের মানুষকে হারালেন। অভিনেতার প্রাক্তন শাশুড়ি, অর্থাৎ সুজান খানের মা জারিন খান সদ্যই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন জারিন খান। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে শোকাহত স্বামী পরিচালক সঞ্জয় খান ও তার সন্তানেরা।
জারিন খান ১৯৬০ থেকে ৭০-এর দশকের শুরু পর্যন্ত অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন। তিনি ‘এক ফুল দো মালি’ ও ‘তেরে ঘর কে সামনে’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। পাশাপাশি লেখালেখি ও অন্দরসজ্জা শিল্প নিয়েও কাজ করেছেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে একটি বার্তা দিয়েছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। সেখানে তিনি মাকে ‘শক্তিশালী নারী’ বলে উল্লেখ করে লিখেছিলেন।
হৃতিক রোশান ও সুজান খান ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ করেন। তবে সম্পর্কের অবসান ঘটলেও হৃতিক নিজের প্রাক্তন শাশুড়িকে সবসময় ‘মা’ বলেই সম্বোধন করতেন।