সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন

ফানাম নিউজ
  ০৭ জুন ২০২৪, ০২:৪৯

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৬ জুন) চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। খবর গালফ নিউজ।

সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। অন্যদিকে ওমানে আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়