
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজিত পাওয়ার দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতা ছিলেন।
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
দুর্ঘটনার আগে স্থানীয় সংস্থার নির্বাচন উপলক্ষে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী, বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের হাসপাতালে নেওয়ার জন্য ছুটে চলা অ্যাম্বুলেন্স দেখা যায়।
বারামতী বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্তান টাইমসকে বলেন, ভিটি-এসএসকে নম্বরের বিমানটি অবতরণের চেষ্টা করছিল। এ সময় সেটি রানওয়ের পাশ থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। তিনি জানান, বিমানটি একটি লিয়ারজেট ৪৫, যা মুম্বাই থেকে ভাড়া করা হয়েছিল।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।
সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে বর্তমানে দিল্লিতে থাকা শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে দুর্ঘটনার খবর পাওয়ার পর শিগগিরই পুনেতে রওনা হবেন বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: এনডিটিভি