‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে একটি দল’

ফানাম নিউজ
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:০২

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (হল অব ফেম) বিএনপি পরিবার ও মায়ের ডাকের উদ্যোগে বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। এটি বিএনপির দুর্বলতা নয় বরং ভদ্রতা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন, মায়ের ডাকের সানজিদা তুলিসহ খুন-গুম ও হত্যার শিকার পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়