শেষ পর্যন্ত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করবে জামায়াত জোট

ফানাম নিউজ
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:০৫

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা, আসন বণ্টন কিংবা নতুন সমীকরণ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। মনোনয়ন প্রত্যাহারের সময় এখনো বাকি আছে। এমনকি নির্বাচনের আগমুহূর্তেও অনেক কিছু হতে পারে।

তিনি বলেন, আমরা আজ আমাদের ম্যানিফেস্টো চূড়ান্ত করবো। আজকের ভেতরই আমরা আপনাদের আপডেট জানিয়ে দিতে পারবো। এ ছাড়াও আমাদের জোটগত পলিসির বিষয়গুলো নির্ধারণ করা হবে আজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়