এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার চেষ্টা, ডিম নিক্ষেপ

ফানাম নিউজ
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১১

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে বলে অভিযোগ করেন এনসিপির এ নেতা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে একদল নেতাকর্মী তার ওপর হামলার চেষ্টা করে।

এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা সবাই অক্ষত আছেন বলে জানা গেছে। ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তারা এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কলেজে আমি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। এ সময় আমার ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়।’

কারও নাম উল্লেখ না করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, এ ঘটনার সঙ্গে তারাই জড়িত।’

২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সে জায়গা থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর আসনে প্রধান প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়