‘বিএনপি সরকার গঠন করলে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে’

ফানাম নিউজ
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মেধাবী জনগোষ্ঠীর জন্য যুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে আইসিটি খাতের বিভিন্ন বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়