
যুব নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন ওভার অল বাংলাদেশ ফাউন্ডেশন (ওএবি ফাউন্ডেশন)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক দিনব্যাপী আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি ‘যুব নেতৃত্বে জলবায়ু ন্যায়বিচার ও টেকসই বাংলাদেশের প্রত্যয়’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্ব এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ে আলোচনা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ নেতা, স্বেচ্ছাসেবক, গবেষক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওএবি ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট আসাদুজ্জামান তুহিন সংগঠনের আট বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৮ সাল থেকে তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওএবি ফাউন্ডেশন। এ সময়ে সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও তরুণদের কণ্ঠ তুলে ধরেছে।
তিনি আরও জানান, বর্তমানে সারাদেশে সংগঠনটির প্রায় দুই হাজারের বেশি সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবক পরিবেশ, জলবায়ু ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। আগামী দিনে জলবায়ু সাক্ষরতা বৃদ্ধি, যুব নেতৃত্ব উন্নয়ন এবং কমিউনিটি-ভিত্তিক পরিবেশ সুরক্ষায় তিনটি জাতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)-এর প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে নিয়ে আসা জরুরি। এ ক্ষেত্রে ওএবি ফাউন্ডেশনের ভূমিকা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
ভিএসও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব তৈরিতে সংগঠনটির উদ্যোগের প্রশংসা করেন। ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম তরুণ নেতৃত্বাধীন এই উদ্যোগকে জলবায়ু ও উন্নয়ন ইস্যুতে বাস্তব পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধরা আন্দোলনের সদস্য সচিব ও ওয়াটারকিপারস বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (C3ER)-এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল হক এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক।
দিনব্যাপী আয়োজনে ওএবি ফাউন্ডেশনের আট বছরের অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিফলনমূলক আলোচনা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৭ জন স্বেচ্ছাসেবক ও ৭টি সংগঠনকে ‘OAB Excellence Award’ প্রদান করা হয়। এর মাধ্যমে সংগঠনটির সম্মাননা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা ভবিষ্যতে নিয়মিতভাবে প্রদান করা হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জলবায়ু সাক্ষরতা ও যুব নেতৃত্ব বিষয়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। দিনশেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ওএবি ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তরুণদের নেতৃত্বে জলবায়ু ন্যায়বিচার, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরেছে।