বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

ফানাম নিউজ
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের মনোভাব যাচাই করতে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের তৃতীয় ধাপের জরিপ প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীর বড় অংশই বিএনপি জোটকে ভোট দিতে ইচ্ছুক।

জরিপ অনুযায়ী, ৫২ দশমিক ৮০ শতাংশ মানুষ বিএনপি জোটকে সমর্থন জানাচ্ছেন। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোটের পক্ষে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৩১ শতাংশ মানুষ। ইসলামী আন্দোলনকে সমর্থন জানানো ভোটারের সংখ্যা মাত্র ১ শতাংশ। এছাড়া ভোট নিয়ে কোনো চিন্তা নেই এমন মানুষ রয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ।

ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পছন্দও জরিপে প্রতিফলিত হয়েছে। ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ২২ দশমিক ৫ শতাংশ, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চায় ২ দশমিক ৭ শতাংশ মানুষ। তবে ২২ দশমিক ২ শতাংশ মানুষ এখনও জানেন না, ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন।

নির্বাচনে শেষ পর্যন্ত কারা কত ভোট পেতে পারে, তা নিয়ে প্রশ্নের উত্তরে জনগণের অনুমানও জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীরা মনে করেন, বিএনপি ও তাদের জোট ৫২ দশমিক ৮ শতাংশ ভোট পেতে পারে, আর জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারে।

জরিপে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সমর্থক ভোটারদের মধ্যে ৩২ দশমিক ৯ শতাংশ মানুষ বিএনপিকে এবং ১৩ দশমিক ২ শতাংশ মানুষ জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা দেখেছেন। তবে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন।

গণভোটের বিষয়ে জনগণের মনোভাবও জরিপে উঠে এসেছে। প্রায় ৬০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন, এবং ২২ শতাংশ মানুষ জানিয়েছেন, এ বিষয়ে তারা নিশ্চিত নন।

ইনোভেশন কনসাল্টিং জানায়, এই জরিপটি চলতি বছরের ১৬ থেকে ২৭ জানুয়ারির মধ্যে ৫ হাজার ১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। জরিপে ভোটার উপস্থিতি, গণভোট সম্পর্কে ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন, ভোট দেয়ার সিদ্ধান্ত এবং দলীয় পছন্দ এই ছয়টি বিষয়ে মতামত নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়