ব‌রিশা‌ল মেডিকেলে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ

ফানাম নিউজ
  ১৭ আগস্ট ২০২২, ১৪:৩০

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টায় অধ্যক্ষের কার্যালয় ও প্রশাস‌নিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি করে আলাদা ছয়টি হল রয়েছে, যার প্রতিটি হলের অবস্থাই জরাজীর্ণ। প্রায় প্রতিনিয়তই হলগুলোর ছাদের পলেস্তরা খসে পড়ে। এতে অনেক সময় অনেক শিক্ষার্থী আহত হচ্ছেন।

শেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, এ বিষয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন ক্লাসে ফিরে যায়। তাদের দাবিগুলো সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে। আমরা দ্রুত কাজ শুরু কর‌ব। এ ছাড়া ক‌লে‌জে দুটি হো‌স্টেল নির্মাণ কাজ শিগগিরই শুরু হ‌বে।