চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়ে ক্যাম্পাসের ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের ছয়টি গ্রুপের নেতাকর্মীরা। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরেও তালা মেরে দেন তারা।
গ্রুপগুলো হলো আরএস, বাংলার মুখ, ভিএক্স, কনকর্ড, উল্কা ও এপিটাফ।
পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. নূরুল আবছার জানান, পরিবহন দপ্তর থেকে কোনো শিক্ষক-বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।