গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা না করে ক্রিমিয়ায় পুতিন

ফানাম নিউজ
  ২২ মার্চ ২০২৩, ০৩:৪০

ইউক্রেনের কাছ থেকে অধিগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে ক্রিমিয়া পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৮ মার্চ) পূর্বঘোষণা না দিয়েই তিনি ক্রিমিয়া চলে যান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সেভাস্তোপলের রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। একটি নতুন শিশুকেন্দ্র ও আর্ট স্কুলও ঘুরে দেখান পুতিনকে। রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তার সফরের কোনো অনুষ্ঠান সম্প্রচার করেনি তাৎক্ষণিকভাবে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন আইসিসির পদক্ষেপের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার মুখপাত্র এটিকে ‘অকার্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া আইসিসির তোলা প্রশ্ন ‘আপত্তিজনক ও অগ্রহণযোগ্য’ বলে মনে করে।