নির্বাচিত হলে নবীজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

ফানাম নিউজ
  ২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪২

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হলে নবীজির ন্যায় নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় এ কথা জানান তিনি।

জনসভায় তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যা আল্লাহর, সেটি অন্য কেউ দিতে পারবে না। যারা মানুষের না, আল্লাহর মালিকানার বিষয় নিয়ে কথা বলছে, তারা শিরক করছে। নির্বাচনের আগে মানুষকে যারা ঠকাচ্ছে, নির্বাচনের পর তার ফল কী হতে পারে তা জনগণ দেখবে।

তিনি আরও বলেন, দেশে ষড়যন্ত্র চলছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো আবার ব্যালট ডাকাতির চেষ্টা হচ্ছে। কিন্তু ৫ আগস্টের মতো দেশের মানুষ যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম।

বিএনপি চেয়ারম্যান দাবি করেন, গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা এই অবস্থা বদলাতে চাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি ও অর্থনীতিকে উন্নত করা হবে। সারাদেশে খাল খনন করা হবে, কৃষকদের পাশে দাঁড়ানো হবে। ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিএনপি নির্বাচিত হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে বিদেশের শক্তির হাতে দেওয়া হয়েছিল—আমরা তা ভুলিনি। আমাদের মূল লক্ষ্য: বাংলাদেশ। কাজ করব, দেশ গড়ব, সবার আগে বাংলাদেশ।

তিনি শিক্ষিত নারী ও যুবককে স্বনির্ভর করতে এবং লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে পরিবারের সব সদস্য উপকৃত হয়। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ও সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়