ক্রিকইনফোর খবর সত্য নয়: বুলবুল

ফানাম নিউজ
  ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৪১

মাঝরাতে  ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মাঝে ঝড় ওঠে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দাবি মানছে না আইসিসি। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। না হলে কাটা পড়বে পয়েন্ট। এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে!

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ক্রিকইনফো নিউজ-এর সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এই খবরের সত্যতা জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালক ও বিসিবি সিইও’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা সবাই জানান, আইসিসির সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি অনলাইন গণমাধ্যমকে জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’

বুধবার সকালে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও মিথ্যা বলেও দাবি করেন বিসিবি সভাপতি। 

বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাবো না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাবো না।’

‘তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার মঙ্গলবার রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে, আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’

‘কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’- দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন বিসিবি সভাপতি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়