চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের

ফানাম নিউজ
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪০
আপডেট  : ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪২

সিন্ডিকেট ও চাঁদাবাজদের কারণে কৃষক তাঁর পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারওয়ান বাজারের মতো সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনের জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে ৯০ শতাংশ চাঁদাবাজির ‘হাত অবশ’ হয়ে যাবে। তিনি দাবি করেন, চাঁদাবাজদের চাঁদাবাজ বললেই তাঁদের গায়ে ফোসকা পড়ে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধে জামায়াত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে কাজ করবে। যুবকদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজকে আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকগ্রস্ত হতে দেওয়া হবে না।

৫ আগস্টের পর জামায়াত কারও বিরুদ্ধে অন্যায় মামলা বা হয়রানি করেনি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক না কেন, জামায়াতে ইসলামী তাদের অভিনন্দন জানাবে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার মাধ্যমে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে। এর ফলে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগের মতো গায়ের জোরে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হলে যুবসমাজ তা প্রতিহত করবে।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে প্রতিটি সংসদ সদস্যকে বছরে তাঁর সব আয়-ব্যয় ও কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়